বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় পলিথিন বর্জন কাপড়ের ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক
মাগুরায় পলিথিন বর্জন কাপড়ের ব্যাগ বিতরণ করলেন জেলা প্রশাসক
মাগুরা প্রতিনিধি : মাগুরা কাঁচাবাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার। পাশপাশি পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে চলবে অভিযান। সম্প্রতি পরিবেশের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে নতুন বাজার কাঁচাবাজার এলাকায় পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়াসহ বিতরণ করা করা হয়েছে কাপড়ের তৈরি ব্যাগ । সেসব ব্যাগেই ক্রেতাদের পন্য দেওয়া হচ্ছে।
মাগুরা জেলা চেম্বার অব কর্মাস এর সৌজন্যে ক্রেতাদের হাতে কাপড়ের তৈরি ব্যাগ বিতরণ করা হয়। এ দিকে কাঁচাবাজার গুলো যেন আর পলিথিন ব্যাগ ব্যবহার না করে সেজন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান। জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, পলিথিন ও পলিপ্রোপাইলিনের ব্যাগ ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হয়েছে অনেকে আগেই থেকে। সেটি কার্যকর করতে একটু সময় লাগছে। তাছাড়া পলিথিনের পরির্বতে পাট, কাপড় বা কাজগের ব্যাগ ব্যবহার শুরু হয়েছে। তিনি আরো বলেন, পলিথিন যারা আমদানী বা রপ্তানি করবে সেখানে আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। আমরা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পলিথিন ব্যাগ বন্ধের নিদের্শনা দিয়েছি।