শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » মিডিয়া » আগামীকাল জমকালো আয়োজনে মাগুরা প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদের অভিষেক অনুষ্ঠান
প্রথম পাতা » মিডিয়া » আগামীকাল জমকালো আয়োজনে মাগুরা প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদের অভিষেক অনুষ্ঠান
২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীকাল জমকালো আয়োজনে মাগুরা প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদের অভিষেক অনুষ্ঠান

---

মাগুরা প্রতিনিধি  : দীঘ ২৫ বছর পর  বর্ণিল ও জমকালো আয়োজনে  মাগুরা প্রেসক্লাবের নব গঠিন কাযনিবাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে । একঝাঁক নবীন-প্রবীণ সংবাদকর্মীর  অধিকার আদায়ে সামনের সারি থেকে কাজ করে যাচ্ছে প্রেসক্লাব।
মাগুরা জেলার মূল ধরার সাংবাদিক নিয়ে গঠিত মাগুরা প্রেসক্লাব।  শুক্রবার ( ২২ নভেম্বর) কার্যনির্বাহী কমিটির আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে  প্রেসক্লাবের সকল নতুন সদস্য, মাগুরা জেলা বসবাসরত সাংবাদিক ও তাদের পরিবারদের অংশগ্রহণের মাধ্যমে  জমকালো মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাগুরা প্রেসক্লাব মূলত মূল ধারার গণমাধ্যম সংবাদ কর্মীদের একটি আস্থা ও বিশ্বাসের জায়গা। যা খুব অল্প সময়েই দখল করে নিয়েছে সাংবাদিকদের হৃদয়। যার ফলশ্রুতিতে মাগুরার মূল ধারার সাংবাদিক, মাগুরা প্রেস ক্লাবের সদস্য ও ২০২৪- কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি বিকাল চারটায় থেকে শুরু হবে এবং চলবে রাত ১০ টা পর্যন্ত। সুন্দর মনোরম এবং জমকালো আয়োজনের মাধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন সাংবাদিকবৃন্দরা। মূলত সবার উপস্থিতি এবং অংশগ্রহণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলবেন সংবাদ কর্মীদের মিলনমেলায়। কার্য নির্বাহী কমিটির আমন্ত্রিত অতিথি ও সদস্যরা সপরিবারে আনন্দ উল্লাসে মেতে উঠবে  এ অনুষ্ঠানে । প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ,তিনি আরো বলেন, আমাদের কাজ মাগুরা উন্নয়নসহ বিভিন্ন অপরাধ, শিক্ষা, স্বাস্থ্য, জনপ্রতিনিধি,সেবামূলক স্টেক হোল্ডার,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের নানাবিধ অনিয়ম, যোগ্যতা ভিত্তিক অপরাধ আছে সে আলোকে সংশোধন, সমাধানে জাতির সামনে সত্য উম্মোচন করার ব্যবস্থা নেয়া হবে। এ জন্য আমরা মাগুরা বাসীর সহযোগিতা চাই।
মাগুরা প্রেসক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন (২২ নভেম্বর) শুক্রবার প্রায় ৬ শতাধিক অতিথিদের অংশগ্রহণে অভিষেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরার ১০ শহীদ ও প্রেসক্লাব প্রয়াত ৫ সদস্যদের সম্মাননা,নতুন সদস্য বরণ,বিশিষ্ট কৃতি সন্তানদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের সকল অন্ধকার দূর করতে ৭ দিনব্যাপী ভবন জুড়ে নয়না অবিরাম আলোকসজ্জা।  সকল অপসংবাদিকতার বিরুদ্ধে দীপ্ত কন্ঠে এগিয়ে যাবে ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাব। প্রেসক্লাবের বর্তমান ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদে নবীন- প্রবীনের সমন্বয় করা হয়েছে। এ কমিটি ইতিমধ্যে তৃতীয় তলার হল রুমের সকল আরসিসি কলাম নির্মাণ, দুটি কক্ষ, দুটি বাথরুম সম্পূর্ণ আধুনিকায়ন  এবং চত্বরে মোটরসাইকেল সেড নির্মাণ করে দৃশ্যমান উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এবং আমরা আশা করি আমরা লক্ষ্যে এগিয়ে যাবো ।
মাগুরা পেসক্লাবের  সদস্যরা বলেন ,  দীর্ঘ ২৫ বছর পর প্রেসক্লাবে ৩১ জন সদস্য অন্তর্ভুক্তি করা হয়েছে। মাগুরা প্রেসক্লাবে  এর আগে কখনো প্রেসক্লাবে সদস্য গ্রহন করা হয়নি। অবশেষে এবার মাগুরা প্রেসক্লাবের সদস্য নেয়া হয়েছে। সদস্য ভর্তির নোটিশ ও প্রচারের পর ৭৪ জন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য পদ চেয়ে আবেদন করেন। যাচাই বাছাই শেষে ৩১ জন সাংবাদিককে  প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করা হয়েছে। এবং ৮ জনকে আজীবন সদস্য  করা হয়েছে। মাগুরা  প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন,
মাগুরা জেলা শহরে অবস্থিত মাগুরা প্রেসক্লাব শুধু সংবাদ অঙ্গনেই নয়, মাগুরার সামাজিক কর্মকাণ্ডসহ সাহিত্য সংস্কৃতি চর্চা ও লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মাগুরা মহকুমা শহরে মাত্র হাতে গোনা কয়েকজন সাংবাদিক স্বাধীনতার পর পর মাগুরায় একটি সাংবাদিক প্রতিষ্ঠানের গুরুত্ব অনুভব করেন। ১৯৭২ সালের দিকে খান গোলাম মোস্তফা মাকুল, সুকুমার সরকার মদন, খান শরাফত হোসেন, আরজু সিদ্দিকী, দীপক রায় চৌধুরী, চম্পক রায় চৌধুরী, সাইদুর রহমান, মীর আকবর আলী তাদের মধ্যে অন্যতম ছিলেন।
১৯৭৪ সালে এই সাংবাদিকেরা একটি প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেন। এ সময় খান গোলাম মোস্তফা মাককুলকে সভাপতি এবং অধ্যাপক সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটির নিজস্ব কোন কার্যালয় না থাকায় তা প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারেনি।মূলত: ১৯৭৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদান, তৎকালীন মহকুমা প্রশাসক অমিয়াংশু সেন এবং তৎকালীন মন্ত্রী এম মজিদ-উল হকের আন্তরিক প্রচেষ্টায়   মহকুমা কোর্টের সামনে মাগুরা প্রেসক্লাব নিজস্ব জমিতে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । ১৯৭৭ সালে মূলত : প্রাতিষ্ঠানিক ভাবে মাগুরা প্রেসক্লাব যাত্রা শুরু করে।
১৯৭৮ সালে মাগুরা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক জনাব মহিউদ্দিন খান আলমগীর।   মাগুরা প্রেসক্লাব ভবনটি হয়ে ওঠে মাগুরার সামাজিক -সাংস্কৃতিক সংগঠন সমূহের প্রাণকেন্দ্র। প্রেসক্লাবের হল রুমে এবং আঙিনায় মাগুরার নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হতে থাকে।  মাগুরা প্রেসক্লাব একাধারে সংবাদ কর্মীদের এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
পরবর্তীতে সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদ, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ প্রেসক্লাবে অনুদান প্রদান করেন।
২০০১ হতে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন মাগুরা-২ আসনের বিএনপির সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল মাগুরা জেলা পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে টিনশেড থেকে একতলা পাকা প্রেসক্লাব ভবন নির্মাণ করেন। সে সময় তৎকালীন সাধারণ সম্পাদক বুলু শরীফ এর পরামর্শে দপ্তর সম্পাদক- বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মুখ্য ভূমিকা পালন করেন। ২০০৬ সালে মাগুরার কৃতি সন্তান সাংবাদিক শহীদুজ্জামান মোহনের সহযোগিতায় এবং মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি কাজী কামাল এমপি, তৎকালীন এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন ও ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এর এমডি আবদুল মুকতাদির প্রত্যেকে ব্যক্তিগত আর্থিক অনুদানে  প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ করেন। এ সময়ও মাগুরা প্রেসক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক বুলু শরীফ, সহ-সভাপতি আবুল খায়ের আবলু, সিনিয়র সাংবাদিক মিহির লাল কুরি এবং বর্তমান সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রেসক্লাব উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করেন।  ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রেসক্লাবকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে তৎকালীন মাগুরা সেনা ক্যাম্প ইনচার্জ মেজর হায়দার এর পরামর্শে  মাগুরা প্রেসক্লাব কমপ্লেক্স মার্কেট নির্মাণ করা হয়।  সে সময় সিনিয়র সাংবাদিক মিহির লাল কুরির সহযোগিতায়  তৎকালীন দপ্তর সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রেসক্লাব মার্কেট নির্মাণে মুখ্য ভূমিকা পালন করেন। ২০১৪ ও ২০১৮ সালে জেলা পরিষদের বরাদ্দের মাধ্যমে তৃতীয় তলার পূর্ব পাশে দুটি কক্ষের ছাদ ঢালাই করা হয়।
২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর  ১০ আগস্ট  সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে বর্তমান সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হন।
সেই সাথে প্রেসক্লাব ভবন উন্নয়নে বিশেষ অবদান রাখায় কাজী সালিমুল হক, মীর নাসির হোসেন ও  আব্দুল মুত্তাদির কে আজীবন সদস্য স্বীকৃতি দেওয়া হয়।
ফান্ড শূন্য প্রেসক্লাবকে গতিশীল করতে এবং উন্নয়ন ধারায় ফেরাতে সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের পরামর্শে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৌহিদুজ্জামান, মোঃ মাসুদ পারভেজ, শরীফ আজিজুল হাসান, ড. আলি আফজাল এবং দীপঙ্কর বিশ্বাস এর কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে তাদেরকে কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে।





মিডিয়া এর আরও খবর

সত্য  হিসেবে মানুষ সংবাদপত্রকেই মনে করতো - বিটিভি মহা পরিচালক সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকেই মনে করতো - বিটিভি মহা পরিচালক
বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন
দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র থাকতো -পিআইবির মহাপরিচালক দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র থাকতো -পিআইবির মহাপরিচালক
খুলনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ উদ্বোধন খুলনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ উদ্বোধন
২ নভেম্বর সাংবাদিক ও  রাজনীতিবিদ শামসুর রহমান এর ১৬তম মৃত্যু বার্ষিকী ২ নভেম্বর সাংবাদিক ও রাজনীতিবিদ শামসুর রহমান এর ১৬তম মৃত্যু বার্ষিকী
শ্রীপুর প্রেসক্লাবের কমিটি গঠন শ্রীপুর প্রেসক্লাবের কমিটি গঠন
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জালালের পুত্রের সুস্থতা কামনা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জালালের পুত্রের সুস্থতা কামনা
মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান মাগুরা প্রেসক্লাবে নতুন ৩ জন কে আজীবন সদস্য প্রদান
এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আর্কাইভ