রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা সরকারী বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
পাইকগাছা সরকারী বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাইকগাছা আদালত ৩ রাস্তার মোড়ে অবরোধ করে বিভিন্ন শ্লোগান ও বক্তব্য দিতে থাকে। শিক্ষার্থী ঝতু, অর্পিতা, চাহাত,এশা,সাহাবা বলেন গত বুধবার সকাল ১০ টায় দু শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকলে, সেখানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আমাদের সাথে আলোচনা করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় পদত্যগ করবেন বলে আশ্বাস দিলে আমরা ক্লাসে ফিরে যায়। কিন্তু প্রধান শিক্ষিকা অদ্যাবধি পদত্যাগ করেনি। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় ৭মে পাইকগাছা সরকার বালিকা উচ্চ বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা। তাই আমাদের দাবী পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় পাইকগাছা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে আন্দোলনকারীদের পাশে অবস্থান করছিল।