শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

SW News24
রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » খুলনার জয়পুরে সাব্বির নামে এক যুবক গুলিবিদ্ধ
প্রথম পাতা » অপরাধ » খুলনার জয়পুরে সাব্বির নামে এক যুবক গুলিবিদ্ধ
২৬ বার পঠিত
রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনার জয়পুরে সাব্বির নামে এক যুবক গুলিবিদ্ধ

খুলনার রূপসার নৈহাটী ইউনিয়নের জয়পুর এলাকায় মোঃ সাব্বির শেখ (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। ---২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জয়পুর এলাকার হেলা বটতলা ঈদগাহ ময়দানের অদূরে ৪ দূর্বৃত্ত তাকে ধাওয়া করে পেছন দিক থেকে গুলি করে। গুরি তার নিতম্বে বিদ্ধ হয়। তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের শেখের ছেলে শ্রমিক মোঃ সাব্বির শেখ জয়পুর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি হেলা বটতলা ঈদগাহ ময়দানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কতিপয় দুর্বৃত্ত তার নিতম্বে গুলি করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এখনো ঘটনার কোনো কারণ জানা যায়নি। আহত সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু-আইসি (এএসআই) মোঃ আমিনুল ইসলাম বলেন, জয়পুর এলাকায় গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে।





আর্কাইভ