শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডে ২ যুবকের বাড়ি মাগুরায়; নিহতদের বাড়িতে শোকের মাতম
প্রথম পাতা » অপরাধ » চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডে ২ যুবকের বাড়ি মাগুরায়; নিহতদের বাড়িতে শোকের মাতম
৩৭ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডে ২ যুবকের বাড়ি মাগুরায়; নিহতদের বাড়িতে শোকের মাতম

---
মাগুরা প্রতিনিধি : চাঁদপুরের মেঘনা নদীর  হরিনাঘাটে জাহাজে  সোমবার ভয়াবহ আক্রমণের ঘটনায় সাতজন হত্যার ঘটনায় মাগুরার মহম্মদপুরের দুই যুবকের নিহতের খবর পাওয়া গেছে। তারা হলেন মহম্মদপুরের পলাশবাড়িয়া গ্রামের দাউদ মোল্লার ছেলে সজিবুল ইসলাম (২৩) ও চর- যশোবন্তপুর নিবাসী মোঃ আনিচ মোল্লার ছোট ছেলে মোঃ মাজিদুল ইসলাম (২২)।
জানা গেছে, সোমবার দুপুরের আগে কোন এক সময় এম.ভি. আল বাকেরা জাহাজে দুর্বৃত্তদের  আক্রমণে  জাহাজের ৭ জন মারা গেছেন। এ ঘটনায় নিহতদের পরিবারের চলছে শোকের মাতম।  সজিবুল ডাকাতি হওয়া জাহাজে গ্রীজারের দায়ীত্বে ছিলেন।মাজেদুল ওই জাহাজে স্টাফের দায়িত্ব পালন করতেন।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, বিভিন্ন গন মাধ্যম মারফত মৃত্যুর খবরটি আমরা জানতে পেরেছি। তবে লাশ কখন এলাকায় পৌঁছাবে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা নিহতদের পরিবার ও  কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।
এদিকে ,মাগুরার মহম্মরপুরে ২ জন নিহতের ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম । দুই পরিবারের পক্ষ থেকে এ শোক কোন ভাবেই মেনে নিতে পারছে না । সেই সাথে তাদের নিজ এলাকাতেও নেমে এসেছে শোকের মাতম । এখন স্বজনেরা লাশের অপেক্ষায় রয়েছে ।
চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন,  সোমবার ভোরে বা সকালের মধ্যে কোনো এক সময়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি মেঘনা নদীর পশ্চিমাংশ চর এলাকায়। দুপুরে খবর পেয়ে নৌ পুলিশের সেখানে পৌঁছাতেও এক ঘণ্টা সময় লেগেছে। দুর্বৃত্তরা নিরিবিলি এলাকা নিশ্চিত হয়ে এ ঘটনা ঘটিয়ে সহজে পালিয়ে যায় বলে ধারণা করছেন তারা।





আর্কাইভ