বুধবার ● ২৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাইকগাছায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাইকগাছায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি কুদ্দুসকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দরগা মহলের নিজ বাড়ি থেকে তাকে গ্রফতার করা হয়। বুধবার সকালে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের মৃত শেখ আনসার আলীর ছেলে শেখ আঃ কুদ্দুস ২০২৪ সলে খুলনা দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। সে এত দিন পালাতক ছিল। মঙ্গলবার রাতে সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন তাকে গ্রেফতার করে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।