সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভায় সড়কের পাশে মাটি ও গাইড ওয়াল না থাকায় হুমকির মুখে রাস্তা
পাইকগাছা পৌরসভায় সড়কের পাশে মাটি ও গাইড ওয়াল না থাকায় হুমকির মুখে রাস্তা
পাইকগাছা পৌরসভায় সড়ক থাকলেও পাশে মাটি ও গাইড ওয়াল নাই। ধ্বসে যেতে পারে ওই সড়কগুলো। ফলে কোটি কোটি টাকায় তৈরি রাস্তা হুমকির মুখে রয়েছে। ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন। বড় ধরনের দুর্ঘটনা যে কোন সময় ঘটতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পৌর কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সরজমিনে দেখা যায়, পৌরসভার বাতিখালী ৬ নং ওয়ার্ডস্থ বীর মুক্তিযোদ্ধা সম ইউসুফ আলী সড়কটি পূর্ব পাশে সম্পূর্ণ খাল। অতিবৃষ্টি, জলাবদ্ধতায় ওই রাস্তার পাশের মাটি ধ্বসে যায়। ফলে রাস্তাটিতে যানবাহন চলাচল বিপদজনক হয়ে পড়েছে। ওই সড়কের মাথায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ ও পশ্চিমে উপজেলা পরিষদ এলাকা, লতা ইউনিয়ন অধিকাংশ গ্রামের মানুষ সড়ক দিয়ে চলাচল করেন। সড়কটি নির্বাচন অফিসের গেট থেকে অব. ব্যাংকার শাহাদাত হোসেন, মরহুম খয়বার আলীর বাড়ি হয়ে সহ. শিক্ষক সুখদেব সানার বাড়ি পর্যন্ত, ওই ওয়ার্ডে আয়শানিগার নূরের বাড়ি থেকে মরহুম লেলিন এর বাড়ি পর্যন্ত, সরল ৫নং ওয়ার্ডস্থ বিভিন্ন রাস্তা, সরল ৪নং ও বাতি খালী ৯ নং ওয়ার্ডস্থ সীমান্তবর্তী রাস্তা আকবর আলীর বাড়ি হতে ওয়াবদা অভিমুখী পর্যন্ত একাধিক সড়কে এমন চিত্র লক্ষ্য করা যায়। সড়কগুলোর পার্শ্বে মাটি ও গাইড ওয়াল না থাকায় পৌরবাসী চরম ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। ইতোপূর্বে একাধিক ছোটখাট দুর্ঘটনাও ঘটেছে। ভারী যান চলাচল করলে যেকোনো সময় ধ্বসে দুর্ঘটনা ঘটবে। অনেক স্থানে গর্ত ও সড়কের পাশ ভেঙে গেছে। সম্প্রতি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি উল্টে খালের পানিতে পড়ে যায়। ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ জানান, আমি দায়িত্ব থাকাকালীন বাঁশ দিয়ে গাইড ওয়াল করা ছিল। দীর্ঘদিনে এগুলো নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওই সকল স্থানে রাস্তার তলায় মাটিও সরে গেছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত স্থানীয়ভাবে গাইড ওয়ালের ব্যবস্থা করতে পৌর প্রশাসক মহোদয়ের নিকট দাবী জানাই। সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিলর রবিশংকর মন্ডল জানান, সরল ৫নং ওয়ার্ডের শিবপদ ব্যানার্জীর বাড়ি হতে অনুকূল ব্যানার্জীর বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তা মাটি না থাকায় চলাচলে খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়া আবাসনের মসজিদ, ব্যারাক ৩ থেকে ১ এবং ব্যারাক ৩ হতে শিউলির বাড়ি, এবং সামাদ মিস্ত্রীর বাড়ি থেকে আজিজুর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তার পাশে মাটি নাই। সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড প্রকৌশলী এমএম নূর আহম্মাদসহ আমরা সরজমিনে পরিদর্শন করেছি। মাটি ভরাট ও গাইড গুলো আগামী টেন্ডারে সংযুক্তির জন্য নির্দেশনা দেয়া হয়েছে