সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আশাশুনিতে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে তারুণ্যের উৎসব’২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাশ, সহকারি প্রোগ্রামার (আইসিটি) আকতার ফারুক বিল্লাল, বনবিভাগ কর্মকর্তা রেজাউল করিম, এসআই সাখাওয়াত হোসেন, প্রভাষক সজল আঢ্য, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর অপূর্ব কুমার মন্ডল, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী, সরকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, রুহুল কুদ্দুস, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও এস,এম আহসান হাবিব বিভিন্ন দপ্তর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সভাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের আয়োজনে তরুণদের সম্পৃক্ততায় উদ্বুদ্ধ করনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রকার সমাবেশ ও কর্মসূচি পালন করা এবং সবশেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।