রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৩ দফা দাবীতে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন
মাগুরায় ৩ দফা দাবীতে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : পিলখানায় নির্মম হত্যাকান্ডের পরিকল্পনাকারী ইন্দনদাতাসহ প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবীতে মাগুরায় গতকাল রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখা। ২০০৯ সালে চাকুরিচুত সকল বিডিআরকে মুক্তি ও ৩ দফা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মো: মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,বিডিআর পরিবারের সদস্য মনোয়ারা বেগম প্রমুখ। সমাবেশে বক্তব্যরা বলেন,পিলখানায় হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ড এ পেছনে দায়ী ব্যক্তিদের শাস্তি, প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেপ্তার ও অন্যায় ভাবে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তি এবং তদন্ত করে নিরপেক্ষ বিচারের দাবী জানান বক্তারা ।