মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় বই সব না পাওয়ায় বিপাকে শিক্ষার্থীরা ॥ শিক্ষা কার্যক্রম ব্যাহত
মাগুরায় বই সব না পাওয়ায় বিপাকে শিক্ষার্থীরা ॥ শিক্ষা কার্যক্রম ব্যাহত
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীরা ২০২৫ সেশনে শ্রেণির সব বই না পাওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। পূর্নাঙ্গ বই না থাকার কারণে অনেক স্কুলের শিক্ষা কার্যক্রম হচ্ছে ব্যাহত। ৩টি বই দিয়ে কোন মতে দায়সারা ভাবে ক্লাস চলছে বিভিন্ন স্কুলে। জানুয়ারির ১ম সপ্তাহ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে শুরু হযেছে ক্লাস। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,জানুয়ারি ১ম সপ্তাহে এসেছে প্রাথমিকের ৪র্থ ও ৫ম শ্রেণির বাংলা,ইংরেজি ও গণিত বিষয়ের বই। অপরদিকে ষষ্ঠ,সপ্তম,অষ্টম ও নবম শ্রেণির জন্য বাংলা,ইংরেজি ও গণিত বিষয়ের বই এসেছে। এসব বই প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পৌছে গেছে । ১৪ জানুয়ারি এসেছে ১০ শ্রেণির ৩টি বই । অন্যদিকে জানুয়ারি মাসের অর্ধেক সময় পার হলেও ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণির কোন বই এখনো শিক্ষা অফিসে আসেনি। কবে নাগাদ এ সব বই আসবে তাও জানে না যথাযথ কতৃপক্ষ। শহরের বিভিন্ন স্কুলে সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৩য় শ্রেণির কোন শিক্ষার্থী এখনো নতুন সেশনের বই পায়নি। শুধু ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ৩টি করে বই পেয়েছে। নাম প্রকাশে অনেক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, জানুয়ারিতে যদি আমরা সব বই শিক্ষার্থীদের হাতে না দিতে পারি তবে আমাদের শ্রেণির ক্লাস নিতে সমস্যা হবে। আগামী ফেব্রুয়ারী মাসে শবে বরাত তারপর রোজা এলেই স্কুল বন্ধের ঘোষনা আসবে। ফলে শিক্ষার্থীদের ১ম সাময়িক পরীক্ষার সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা নিতে সমস্যা হবে । শিক্ষক কামাল হোসেন বলেন,প্রাথমিকে এখনো পূনাঙ্গ বই আসেনি ফলে আমাদের ক্লাস নিতে ও পড়াতে সমস্যা হচ্ছে। অন্যদিকে ১ম থেকে ৩য় শ্রেণির বই এখনো না আসাতে আমরা বিপাকে আছি । অনেক অভিভাবক আমাদের কাছে বই কবে আসবে বার বার জানতে চাচ্ছে কিন্তু আমরা কোন সদ উত্তর দিতে পারছি না । কবে নাগাদ বাকী বই আসবে তাও বলছে না শিক্ষা অফিস। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম বলেন,চলতি বছর আমরা ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির ৩টি করে বই পেয়েছি । বাকী বই কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো তা জানি না। সব বই না আসাতে আমাদের শ্রেণির কার্যক্রম ব্যাহত হচ্ছে ।অভিভাবক নামজুন নাহার রতœা জানান,আমার ছেলে একটি বেসরকারি স্কুলে ১ম শ্রেণিতে পড়ে। সে নতুন বই চাই । কিন্তু বিদ্যালয়ে এখনো কোন বই না আসাতে বিপাকে আছি। তার স্কুলে ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে। আমি গত বছরের পুরানো বই সংগ্রহ করে তাকে পড়াচ্ছি। কবে বই পাব তাও কিছু বলছে না স্কুল কর্তৃপক্ষ।
মাগুরা সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার তৌহিদ আলম জানান,আমরা প্রাথমিকে ৪র্থ ও ৫ম শ্রেণির বাংলা,ইংরেজি,গণিত এ ৩টি বই পেয়েছি। এসব বই জেলার প্রতিটি স্কুলে দেওয়া শেষ। এ সব শ্রেণির বাকী বই কবে আমরা পাব জানি না। ১ম ও ৩য় শ্রেণির বই এখনো আমরা এখনো পায়নি। কবে নাগাদ পাব তাও জানি না। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে সার্বিক চেষ্টা চলছে।