বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » তারুণ্যের উৎসব উপলক্ষে নড়াইলে প্রধান শিক্ষকদের আলোচনা সভা
তারুণ্যের উৎসব উপলক্ষে নড়াইলে প্রধান শিক্ষকদের আলোচনা সভা
ফরহাদ খান, নড়াইল ; তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নড়াইলে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলা হাসপাতাল মর্কেটে সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সদস্য সচিব ফরিদুল ইসলাম, শিক্ষক নেতা ফেরদৌস শিকদার, আইয়ুব হোসেন, সাখাওয়াত হোসেন, আজিজুর রহমান, সৈয়দ মেজবাহুর রহমান, শরিফুল ইসলাম, ইন্দ্রোজিৎ মন্ডলসহ অনেকে।
বক্তারা, শিক্ষার মানোন্নয়নে করণীয়সহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।