বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় দুই ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় দুই ব্যবসায়ীকে জরিমানা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় একতা কাঁচা বাজারে বুধবার দুপুরে ভোক্তা অধিকার ও বীজ প্রত্তয়ণ অধিপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হযেছে। এ সময় অজয় বীজ ভান্ডার ও মোল্ল্যা সীড সেন্টারে অভিযানে মেয়াদ উত্তীর্ণ বীজ পূর্ণরায় প্যাকেট জাত করে বিক্রি ,বীজের গুনগত না থাকা ও প্যাকেট জাত করার সময়ের স্বপকক্ষে কোন কাগজ পত্র না থাকায় তাদের জরিমানা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে মেয়াদ উত্তীর্ণ বীজ বাজেয়াপ্ত করা হয়। অভিয়ানে অংশ নেয় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: সজল আহম্মেদ এবং জেলা বীজ প্রত্তয়ণ অধিতপ্তরের কর্মকর্তা শাহীন আহমেদ ।