বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান মেলার উদ্বোধন ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়, প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, অবএকাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন,অধ্যক্ষ (অবঃ) রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।