বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সদস্য ফাতেমা রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কলসান্ট্যল্ট সুজন কুমার সরকার, শহীদ আয়ুব মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবলুর রহমান। স্বাগত বক্তৃতা করেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আবু ছাবাহ গাজী। প্রভাষক গোলাম আজম এর উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, মো. সাফিয়ার রহমান, গাজী নূর মোহাম্মদ, মো. মোকারম হোসেন, মুসফেকা হুমায়ুন কবীর, মো. শহিদুল ইসলাম, জিএম সাফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, আদিত্য কুমার মন্ডল, তাপস কুমার মন্ডল, মো. সহিদুল ইসলাম, গোলাম আজম, হোসনেয়ারা খানম, নাসরিন আরা, ক্রীড়া শিক্ষক কুসুম কলি সরকার, এসআই তরিকুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথম বারের মত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দিনব্যাপী পিঠা উৎসব, ব্যাডমিন্টন, চেয়ারসেটিং, ভারসাম্য দৌড়, কুইজ প্রতিযোগিতা, ক্যারাম, হামদ-নাদ ও কেরাত সহ বিভিন্ন ইভেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়ারসহ অতিথি, শিক্ষক ও কর্মচারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।