শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনায় হোটেলে মহিলাকে নিয়ে রাত্রিযাপনকালে পাইকগাছার যুবকের লিঙ্গকর্তন!
খুলনায় হোটেলে মহিলাকে নিয়ে রাত্রিযাপনকালে পাইকগাছার যুবকের লিঙ্গকর্তন!
খুলনায় আবাসিক হোটেলে মহিলাকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্তাবস্থায় গভীর রাতে ঐ মহিলা কতৃক পাইকগাছার শহিদুল ইসলাম গাইন (৪০) নামে এক যুবকের লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। বর্তমানে গুরুতর অবস্থায় শহিদুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, গত ১৭ জানুয়ারী রাতে পাইকগাছার কমলাপুর গ্রামের আজিবর গাইনের ছেলে শহিদুল ইসলাম জনৈকা আশা (৩৫) নামে এক মহিলাকে নিয়ে খুলনার রুপসা ফেরীঘাট মোড়ের মৌসুমী আবাসিক হোটেলে ওঠে রাত্রি যাপনের জন্য। এরপর রাত আনুমানিক আড়াইটার দিকে হোটেলের চতুর্থ তলার দুই নম্বর কক্ষে রাত্রিযাপনকালীণ আশা ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের লিঙ্গ কর্তন করে।
গুরুতর আহতাবস্থায় খুমেক সার্জারী ওয়ার্ডে ভর্তি হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।