সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক অ্যাডভোকেসি সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক অ্যাডভোকেসি সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে উপজেলা শিশু ফোরামের সদস্যদের সাথে সিপিপির সদস্য, উপজেলা প্রসাশন এবং সাংবাদিকদের সাথে অ্যাডভোকেসি এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে স্ট্রেন্দেনিং চিলড্রেন’স ভয়েজ এন্ড লিডারশিপ ইন এ্যাডড্রেসিং ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাস্টার রিস্ক ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় জেজেএস এর সিনিয়র পরিচালক-কর্মসূচি এমএম চিশতির সঞ্চালনায়, উক্ত অ্যাডভোকেসি এবং সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে জেজেএস-এসসিভিএল প্রকল্পের অ্যাডভোকেসী অফিসার আব্দুর রহমান প্রকল্পের সংক্ষিপ্ত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আবু দাউদ ঢালী, সিপিপি উপজেলা টিম লিডার আব্দুল জলিল ও সাংবাদিকবৃন্দ।