বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় বাস্কেটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় বাস্কেটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে গতকাল বুধবার বিকালে বাস্কেটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস্কেটবল প্রদর্শনী ম্যাচের উদ্বোধনী করেন। এ সময় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান,এনডিসি মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মাগুরা জেলা দল মুখোমুখি হয় খুলনা জেলা দলের। খেলার শুরু থেকে উভয় দল আমক্রন পাল্টা আক্রমন চালাতে থাকে। এ রিপোর্ট খেলা পর্যন্ত খুলনা জেলা দল মাগুরা জেলা দল থেকে ৬ পয়েন্টে এগিয়ে ছিল। খেলা পরিচালনা করেন বাস্কেটবল কোচ জিল্লুর রহমান ও রায়হায় সিদ্দিকী প্রবল। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন সহকারি বাস্কেট বল কোচ হাবিবুর রহমান।