শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ার চুকনগর সদরে আদালতের আদেশ উপেক্ষা করে মটর সাইকেল শো-রুমের গুদামঘর ভাংচুর
ডুমুরিয়ার চুকনগর সদরে আদালতের আদেশ উপেক্ষা করে মটর সাইকেল শো-রুমের গুদামঘর ভাংচুর
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার চুকনগর সদরে আদালতের আদেশ উপেক্ষা করে মটর সাইকেল শো-রুমের গুদামঘর ও মটর সাইকেল ভংচুরে ৭ লক্ষাদিক টাকা ক্ষতির ১৫ দিন পেরিয়ে গেলেও কোন প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার। প্রতিপক্ষের প্রভাবে হুমকির মুখে রয়েছে ৩০/৩৫ টি মটর সাইকেল রাখা গুদামঘর টি।এ দিকে ভুক্তভোগী পরিবার স্থানীয়দের প্রতিকারের আশ্বাস ও প্রতিপক্ষের অব্যাহত হুমকির মুখে দিন কাটছে বলে
জানান পরিবারটি। থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানায্ায চুকনগর বাজারস্থ আলহাজ্বশেখ মতিয়ার রহমান তার ক্রয়কৃত সম্পতির উপর ২০/২৫ বছর পূর্বেথেকে পাকাঘর নির্মন করে মতিয়ার মেশিনারীজ ও মামুন মটরস নামক মটর সাইকেল শো-রুমের গুদামঘর হিসেবে ব্যবহারিত হয়ে আসছে।এমতবস্থায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ জুলাই সকালে বেতাগ্রাম এলাকার প্রতিপক্ষ সাকাম গাজী তার পুত্র বাবলু ও লাভলু গাজীর নেতৃতে ২৫/৩০ জন ভাড়াটিয় গুন্ডা .দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে গুদামঘর সহ মটর সাইকেল ভাংচুর করে।এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।খবর পেয়ে ভুক্তভোগী পরিবার ঘটনাস্থলে এসে জীবন নাশের ভয়ে নিরব দর্শকের ভুমিকা পালন করে।এরপর এবিষয়ে মামলা ব কোন প্রকার আইনী ব্যবস্থা গ্রহন না করতে তাদের উপর চলে অব্যহত হুমকী।অপর দিকে স্থানীয়রা এর প্রতিকার করবে এমন আশ্বাসের ১৫ দিন কেটে গেলেও প্রতিকারতো হয়নি,উপরন্ত প্রতিপক্ষের প্রভাবে হুমকির মুখে রয়েছে ৩০/৩৫ টি মটর সাইকেল রাখা গুদামঘর টি।এমতবস্থায় হতসায় দিন কাটছে বলে জানান ভুক্তভোগী পরিবার।