

রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত
পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত
জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা পরিষদ চত্বরে থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ ছামিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ওসি মোঃ সবজেল হোসেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দিন, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, পিএসবি’র সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, মাওলানা আশরাফুল ইসলাম, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শিক্ষক দ্বিজেন্দ্রনাথ, আনসার ভিডিপি প্রশিক্ষণ আলতাফ হোসেন, রাজীব সরকার, মোঃ তোফায়েল আহমেদ, আফাজুল ইসলাম, সরোয়ার প্রমুখ।