

শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন
আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন
আশাশুনি : আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস’২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবুর রহমান ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি। অন্যদের মধ্যে জিএসি প্রকল্পের আবু হান্নান, বারসিক এর মাসুম বিল্লাহ, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান ও মাহবুবুল হাসনাইন টুটুল, ন্যাজারিন মিশনের মারিয়া খাতুন, ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেন, এনজিও প্রতিনিধি আব্দুল্লাহ, জিসিএ প্রকল্পের উপকারভোগী নাজমা খাতুন, ডালিয়া খাতুন, কৃষ্ণা রানী প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন। ‘অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। আলোচনা সভা শেষে ১৭ জনকে ঋণের চেক এবং ৫ জন সফল উপকার ভোগিকে জিসিএ প্রকল্পের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি অন্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করেন।