

শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ধর্ষকের বাড়ী গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা
মাগুরায় ধর্ষকের বাড়ী গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা
শাহীন আলম তুহিন ,মাগুরা থেকে : মাগুরা শহর থেকে ৪ কিলোমিটার দূরে নিজনান্দুয়ালী মাঠপাড়ায় ধর্ষক হিটু শেখ বাড়ী এখন ধ্বংসস্তপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আছিয়ার জানাজা শেষে হলে বিক্ষুদ্ধ শত শত জনতা ধর্ষকের বাড়ীতে হামলা চালায় । তারপর দেওয়া হয় আগুন । শুরু হয় বাড়ী ভাংচুরে কাজ । এ ভাংচুর রাত ১২টা পর্যন্ত চলে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন ।
আজ থেকে ৭-৮ বছর আগে অন্য ফরিদপুর জেলা থেকে তিনি তার পরিবার নিয়ে নিজনান্দুয়ালী তার এক আতœীয়ের নিকট থেকে ৭শতক জমিতে টিনের ৩ রুম বিশিষ্ট একটি বাড়ী তৈরি করেন। দীর্ঘ দিন বাস করার পরও তিনি এ এলাকার মানুষের কাছে খারাপ ও দৃষ্টু মানুষ হিসেবে পরিচিত। ধর্ষক হিটু নানা পেশায় জড়িত। কখনো তিনি শ্রমিক,কখনো কৃষক,কখনো ভ্যান চালক এইভাবে চলে জীবন। পাশাপাশি সমাজে নানা ধরণের কুকর্মের সাথে তার চলাফেরা। শুক্রবার দুপুরে সরজমিন নিজনান্দুয়ালী মাঠপাড়া গ্রামে গিয়ে এলাকাবাসীর নিকট থেকে এ তথ্য পাওয়া গেছে । এলাকাবাসী বলছে,হিটু শেখ এ গ্রামের একজন খাবাপ ও দুষ্টু প্রকৃতির মানুষ । সে এমন কোন কাজ নেই যে করে না। এর আগে সে ফরিদপুর থাকাকালে এক নারী সাথে অপকর্ম করে সেখান থেকে বিতারিত হয়েছিল । বর্তমানে সে এ গ্রামে মানুষের চোখসূল। তাকে সে কেউ দেখতে পারে না । তার পরিবারের সবাই নানা ধরনের কুর্মের সাথে জড়িত। শিশু আছিয়ার মতো এক নিষ্পাপ শিশুর উপর সে নির্যাতন চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালায় সে । অবশেষে আছিয়ার মৃত্যু হলে আমরা গ্রামবাসীসহ বিক্ষুদ্ধ জনতা তার বাড়ীতে ভাংচুর চালায় । আমরা হিটু শেখের পরিবারকে আর এ গ্রামে দেখতে চাই না । তার ফাঁসি দাবী আমাদের ।
গ্রামবাসীরা আরো জানায় ,বৃহস্পতিবার আছিয়ার মৃত্যুর খবরে যখন মাগুরাবাসী কাদঁছে তখন আমরা কেঁেদছি। সন্ধ্যায় আছিয়ার নামাজে জানাজার পর পরই আমরা গ্রামবাসীসহ হাজার হাজার মানুষ শহর থেকে নিজনান্দুয়ালী মাঠপাড়ায় ধর্ষক হিটু শেখের বাড়ীতে জড়ো হয় বিক্ষুদ্ধ জনতা। তারা সন্ধ্যা ৭ টার পর পরই তার বাড়ীতে আগুন দেয় এবং তার ফাঁসি দাবী করে নানা শ্লোগান দিতে থাকে। তারপর শুরু হয় তার বাড়ী ভাংচুর। রাত ১২টা পর্যন্ত চলে বাড়ী ভাংচুর। আবার শুক্রবার সকাল থেকেই সেখানে ভাংচুর চলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো চলছে তার বাড়ী ভাংচুর। এলাকাবাসী দাবী করে বলছে ,এখানে একটি মসজিদ অথবা মাদ্রাসা হলে ভালো হয়।
নিজনান্দয়ালী মাঠপাড়ার বাসিন্দা হাবিব মোল্যা জানান,আছিয়ার মৃত্যুর খবরে আমরা খবুই ব্যতীত । হিটু শেখের মতো খারাপ লোক সমাজের কাম্য নয় । আমরা এ এলাকার বাসিন্দা হয়ে পরিচয় দিতে লজ্জা বোধ হয় । তার পরিবারের কোন লোক আমরা এ গ্রামে দেখতে চাই না ।
এ গ্রামের জবেদা খাতুন বলেন ,হিটু শেখের পুরো পরিবারই এ ঘটনার সাথে জড়িত । কারণ মা ভালো না হলে তার সন্তান ভালো হয় না । হিটুর স্ত্রীও খুবই খাবাপ প্রকৃতির মানুষ । হিটুর পরিবারের সকলের আমরা কঠিন শান্তি দাবী রাখছি ।
স্থানীয় ষাট বছর বয়সী আলমগীর হোসেন বলেন,আমরা এ গ্রামের স্থায়ী বাসিন্দা । হিটু শেখ সামান্য কয়েক বছর হলো অন্য এলাকা থেকে এসেছে । তার পরিবারের সবাই নানা কুকর্মের সাথে জড়িত । শিশু আছিযার উপর যে জুলুম হয়েছে তার বিচার হওয়া প্রয়োজন । আছিয়ার মৃত্যুর পর পরই তার বাড়ী বিক্ষুদ্ধ জনতা মাটির সাথে ভেঙে গুড়িয়ে দিয়েছে ।ধ্বংস করেছে তার সব মালামাল । আমরা এ নবপশুর বিচার চাই ।
এদিকে, আছিয়ার মৃত্যুতে মাগুরায় বিভিন্ন সংগঠন শুক্রবার দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে বিচার চেয়ে মানবন্ধন,মৌন মিছিল ,সড়কে অবস্থান করেছে ।