শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

SW News24
শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরের জমি দখলে ব্যর্থ হয়ে ইউপি চেয়ারম্যানের নামে থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরের জমি দখলে ব্যর্থ হয়ে ইউপি চেয়ারম্যানের নামে থানায় অভিযোগ
৩৮ বার পঠিত
শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চিংড়ি ঘেরের জমি দখলে ব্যর্থ হয়ে ইউপি চেয়ারম্যানের নামে থানায় অভিযোগ

---

পাইকগাছায় ভরা মৌসুমে চিংড়ি ঘেরের জমি দখল চেষ্টায় ব্যর্থ হয়ে উল্টো রাজনৈতিক তকমা লাগিয়ে ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের নামে থানায় অভিযোগ হয়েছে।

১৬ এপ্রিল বুধবার লস্করের খড়িয়া ঢেমসাখালী মৌজায় আবু সিদ্দিক সানা পরিবারের চিংড়ি ঘেরে রুহুল আমীন সানা নেট দিয়ে দখল চেষ্টা করলে তা ব্যর্থ হয়। এ ঘটনায় রুহুল আমীন সানার মা রুপবান বিবি বাদী হয়ে নানান অভিযোগে বৃহস্পতিবার সিদ্দিক সানার ছেলে লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সানা সহ ৯ ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেন।

জানা গেছে, খড়িয়া ঢেমসাখালী মৌজায় সিদ্দিক সানার পরিবারের নিজস্ব ৬০ ও হারিতে ১০ বিঘা সর্বমোট-৬০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে চিংড়ি ঘের করে আসছেন। এ নিয়ে কোথাও কোন অভিযোগ হয়নি। তবে, এ চিংড়ি ঘেরভুক্ত ৩৭ শতক জমির হারির টাকা দাবি করে প্রতিবেশি দরবেশ সানার ছেলে রুহুল আমীন সানা বাদি হয়ে আবু সিদ্দিক সানা,আম্বারুল সানা,আলেক সানা,রশীদ গাইন,সাত্তার গাইন গংদের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-৫৩০/২২ মামলা করেন। এ মামলায় কিন্তু সিদ্দিক সানার ছেলে বর্তমান লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার নাম কিন্তু শ্রেনীভুক্ত ছিলনা।

তথ্যসুত্র বলছে, আদালত মামলার নথি পর্যালোচনান্তে গত ১৫-১২-২৪ তারিখে বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম আসামীদের অব্যাহতি দিয়ে মামলাটি নথিজাত করার আদেশ দেন। এ ঘের থেকে দীর্ঘদিন পরে রহুল আমিন জমি দাবি করে দখলের চেষ্টা করলে বিরোধের জন্ম হয়।

এ বিষয়ে লস্কর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল কাদির জানান, রুহুল আমীন ১,৬৮ শতক জমি দাবি করে ভরা মৌসুমে এ ঘেরের ভিতর বাঁধ দিয়ে জমি পৃথক করতে চাইলে আমরা বিশিষ্টজনদের মধ্যস্ততায় দু’পক্ষের মধ্যে আলোচনান্তে আগামী পৌষ মাসে রুহুল আমীন তার জমি পৃথক করে নিবেন মর্মে এক প্রকার সমাধান হয়। তবে, সিদ্দিক সানার বড় ছেলে আলমগীর সানা জানান, আমার আব্বা অসুস্থ্য বিধায় এ চিংড়ি ঘেরটি দেখভাল করেন আমার ছেলে পাপ্পু। তিনি আরোও বলেন, ২০২৪ সাল পর্যন্ত রুহুল আমীনের হারি টাকা পরিশোধ ও হারি খাতায় তার স্বাক্ষর রয়েছে।

যে কারনে সে আদালতে মামলা করলেও বিজ্ঞ বিচারক মামলাটি নথিজাত করেন। এ বিষয়ে লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা জানান, যেহেতু আমি জনপ্রতিনিধি কোন প্রকার বিতর্কে জড়াবো না। তাই পরিবারের সাথে কথা বলে আগামী পৌস মাসে রুহুল আমীনের জমি ছেড়ে দিতে চেয়েছি। এর পরেও সে ভরা মৌসুমে বুধবার লোকজন নিয়ে নেট দিয়ে ঘেরভুক্ত জমি দখল চেষ্টা চালায়। তিনি বলেন, আমি যদি ২২ বছর ধরে চিংড়ি ঘের করব,তা হলে আদালতে সিআর-৫৩০/২২ হারির টাকার মামলায় আমার নাম কেন আসামী শ্রেনীভুক্ত করা হয়নি। তিনি আরও অভিযোগ করে বলেন, আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। তৃতীয় পক্ষের ইন্ধনে রুহুল আমীন আমার ও আমার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আওয়ামীলীগের গন্ধ লাগিয়ে ফাঁয়দা লুটতে চাইছে। এদিকে স্থানীয়দের অভিমত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার জনপ্রিয়তার কারণে ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মোঃ সবজেল হোসেন জানান, যেহেতু জায়গা-জমির বিষয়, সেহেতু তদন্ত বা আলোচনা সাপেক্ষে দু’পক্ষের মধ্যে মিমাংসার চেষ্টা করা হবে।





আর্কাইভ