

শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মোল্লা।
পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা যুগ্ম আহবায়ক এনামুল হক সজল,সদস্য মোঃ সুলতান মাহমুদ,জাফরী নেওয়াজ চন্দন,অনিক নেওয়াজ চম্পল,শাহাদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,তৌহিদুজ্জামান মুকুল,আবুল হোসেন,শেখ বেনজীর আহম্মেদ লাল,সরদার ফারখ আহম্মেদ, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক,তুষার কান্তি মন্ডল, এ্যাড. ইকরামুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শুক্রবার বিকালে পৌর সভার ডাকবাংলোয় পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মোল্লা।
পৌর বিএনপির নেতা সেলিম রেজা লাকির সঞ্চালনায় সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খুলনা জেলা যুগ্ম আহবায়ক এনামুল হক সজল,সদস্য মোঃ সুলতান মাহমুদ,জাফরী নেওয়াজ চন্দন, অনিক নেওয়াজ চম্পল, পৌর বিএনপির কামাল আহমেদ সেলিম নেওয়াজ জিয়াউদ্দিন নায়েবসহ জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।