সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » নারী ও শিশু » সাফওয়ান ও দাদার স্মৃতি
সাফওয়ান ও দাদার স্মৃতি
এস ডব্লিউ নিউজ ॥
এই চেয়ারটি গত প্রায় ৫ মাস শূন্য রয়েছে। পাইকগাছার সবুজ মৎস্য খামারের সদ্য প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমান এই চেয়ারটিতে বসে তিনি সকল ব্যবসায়ীক কাজ পরিচালনা করে গেছেন। গত ১১/০৮/২০১৬ ইং তারিখ সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে যান না ফেরার দেশে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, সমবায়ী, চিংড়ি চাষী, হিমায়িত রপ্তানীকারক ও সমাজসেবক এবং দানবীর। জীবিত অবস্থায় তিনি সফলতার স্বীকৃতি স্বরুপ অসংখ্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। নারী শিক্ষা উন্নয়নে ফসিয়ার রহমানের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু নারী শিক্ষা নয় এলাকার সামগ্রীক শিক্ষার উন্নয়নে তিনি প্রতিষ্ঠা করেছেন ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। তিনি আজ আমাদের মাঝে না থাকলেও রয়েগেছে মাবন কল্যাণে গড়ে তোলা তার প্রতিষ্ঠিত অসংখ্য প্রতিষ্ঠান। তিনি জীবিত অবস্থায় তার ব্যবহৃত এই চেয়ারটি উৎসর্গ করে যান তারই উত্তরাধিকার ছোট ছেলে ইসতিয়ার রহমান শুভ’র একমাত্র ছেলে অতি আদরের সাফওয়ানকে। সাফওয়ান ব্যবসা কি এখনো বোঝেনা। কিন্তু চেয়ারটি যে তার অতি প্রিয় দাদা আলহাজ্ব ফসিয়ার রহমানের সেটা হয়তো তার বুঝতে দেরি হয়নি। সোমবার সকালে পৌর সদরস্থ সবুজ মৎস্য খামারের প্রধান কার্যালয়ের চেয়ারটিতে বসেই দাদার রেখে যাওয়া স্মৃতিকে খুঁজে পায় ফসিয়ার রহমানের অতি আদরের কোমলমতি সাফওয়ান।