সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » প্রশাসনের হস্তক্ষেপে পশুর হাট থেকে রক্ষা পেল গদাইপুর ফুটবল মাঠ
প্রশাসনের হস্তক্ষেপে পশুর হাট থেকে রক্ষা পেল গদাইপুর ফুটবল মাঠ
এস ডব্লিউ নিউজ ॥
অবশেষ প্রশাসনের হস্তক্ষেপে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পশু হাট বসানো বন্ধ হয়েছে। ঐতিহ্যবাহী গদাইপুর ফুটবল মাঠ পশু হাট থেকে রক্ষা পেয়ে খেলার পরিবেশ ফিরে পাওয়ায় প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে খেলোয়াড় বৃন্দ, পরিবেশ কর্মী ও এলাকার ক্রীড়ামদিরা।
উল্লেখ্য, গদাইপুর ফুটবল মাঠটি এলাকার ঐতিহ্যবাহী মাঠ হিসাবে দক্ষিণাঞ্চলে ব্যাপক পরিচিত। প্রতিদিন এ মাঠে সকাল-বিকাল ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন সময়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শরীরচর্চা ও খেলাধুলার উপযুক্ত স্থান হিসাবে এই মাঠটি সকলের প্রিয়। তবে গদাইপুর হাটের পশুর হাটকে উপেক্ষা করে একটি মহল কয়েকদিন যাবৎ গদাইপুর ফুটবল মাঠে পশুর হাট বসানোর জন্য পাঁয়তারা করছিল এবং তারা রবিবার সন্ধ্যা এবং সোমবার সকালে মাঠের ভীতরে বাঁশের খুটি মেরে পশুর হাট বসবে বলে এলাকায় মাইকিং করে। এতে ক্রীড়ামদি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মাঠ সুরক্ষার দাবীতে খেলোয়াড়রা মানববন্ধন করে মাঠ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। এ ব্যাপারে বিভিন্ন পত্র পত্রিকায় গদাইপুর ফুটবল মাঠে অবৈধ পশুর হাট বসানোর বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক সাড়া পড়ে। অবশেষে প্রশাসনের সময় উপযোগী সীদ্ধান্ত গ্রহণ করায় রক্ষা পেয়েছে ঐতিহ্যবাহী গদাইপুর ফুটবল মাঠ।