শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাটের দাম বেশি পাওয়ায় চাষীরা খুশি; ধোয়া ও শুকানোয় ব্যস্থ পাইকগাছার পাটচাষীরা
পাটের দাম বেশি পাওয়ায় চাষীরা খুশি; ধোয়া ও শুকানোয় ব্যস্থ পাইকগাছার পাটচাষীরা
প্রকাশ ঘোষ বিধান ॥
পাটের আঁশ ছাড়ানো, ধুয়া ও শুকানোর কাজে ব্যাস্ত সময় পর করছে পাট চাষীরা। পাটের দাম আশানারুপ হওয়ায় পাট চাষীরা খুশি। প্রতি মন পাট ১৬শ টাকা হতে ২ হাজার টাকা দরে খুচরা বিক্রয় করা হচ্ছে। এছাড়া রয়েছে পাটকাঠির প্রচুর চাহিদা ও দামেও বেশি। পাটকাটির চাহিদা থাকায় ক্রেতারা আগাম পাট চাষীর পাটকাঠি ক্রয় করে আঁশ ছাড়ানোর সাথে সাথে ভিজা পাটকাঠি নিয়ে যাচ্ছে। আটি হিসাবে ২০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। জ্বালানী হিসাবে গৃহবধুদের কাছে পাটকাঠির চাহিদা খুব বেশি। পাটকাঠি দিয়ে সহজে উনুন জ্বালানো যায় ও সহজে রান্না করা যায়। এইজন্য গৃহবধুর চাহিদা প্রচুর রয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৬শত ৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরমধ্যে তোষা ৬’শ হেক্টর ও দেশী ৫ হেক্টর। লবনাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর ১৮ হেক্টর, হরিঢালী ২৪৫ হেক্টর, কপিলমুনি ২৩০ হেক্টর, রাড়–লী ৯৩ হেক্টর, পৌরসভা ১০ হেক্টর ও চাঁদখালী ইউনিয়নে আংশিক এলাকায় ৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকরা তোষা ও৯৮, ও৯৪, দেবগ্রী ও বঙ্কিম জাতের বীজ বেশি বপন করেছে। এ জাতের পাট উঁচু ও বেশ মোটা হয় এবং ছাল পুরু হয়েছে। এতে পাটের আশও বেশি পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, আবহাওয়া অনূকুলে থাকায় পাটের আবাদ ভাল হয়েছে। আশানুরূপ পাটের আঁশ ও পাটকাঠি পেয়েছে কৃষকরা। তাছাড়া পাটের ভাল দাম পাওয়ায় কৃষকরা খুশি হয়েছে এবং আগামীতে আরো অধিক জমিতে পাটের চাষ করার জন্য কৃষকদের মধ্যে উৎসহ বেড়েছে।