বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাসিরনগরে হিন্দুদের মন্দির ও ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন
নাসিরনগরে হিন্দুদের মন্দির ও ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন
এস ডব্লিউ নিউজ ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে পাইকগাছা উপজেলা হিন্দু মহাজোট ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি এ্যাডঃ শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে ও সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ মনিরুল ইসলাম, রতন ভদ্র, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, বিজন বিহারী সরকার, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, কৃষ্ণপদ মন্ডল, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, প্রভাষ চন্দ্র মন্ডল, কামরুল ইসলাম, সুধীর কৃষ্ণ মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, শংকর মন্ডল, দুলাল বিশ্বাস, শংকর কুমার দত্ত, পরিতোষ সরকার, পরেশ মন্ডল ও ভূধর চন্দ্র বিশ্বাস।