বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » নারী ও শিশু » আশাশুনিতে শিশু বিবাহ প্রতিরোধে অবহিতকরণ ও সচেতনা বৃদ্ধিমুলক সভা অনুষ্ঠিত
আশাশুনিতে শিশু বিবাহ প্রতিরোধে অবহিতকরণ ও সচেতনা বৃদ্ধিমুলক সভা অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি ঃ আশাশুনিতে শিশু বিবাহ প্রতিরোধে অবহিতকরণ ও সচেতনা বৃদ্ধিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ইনোভেশন কমিটির বাস্তবায়নে এ টু আই প্রকল্পের আওতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফতেমা জোহরা। ‘‘শিক্ষাই প্রথম, বালিকা বধু নয়’ এ শোলগানকে সামনে রেখে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার জামাল উদ্দীন, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, ইউপি চেয়ারম্যান এস,এম রফিকুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম আহসান হাবিব, এমাম মাওলানা আব্দুল মান্নান সহ ১১ ইউনিয়নের ইমাম ও বিবাহ রেজিস্টার বৃন্দ। সভায় উপস্থিত সকলেই বাল্য বিবাহ রোধে স্ব স্ব পেশায় থেকে সচেতনতা বৃদ্ধি করা ও বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।