বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমন ধানের ভাল ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকরা খুশি
পাইকগাছায় আমন ধানের ভাল ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকরা খুশি
এস ডব্লিউ নিউজ।
পাইকগাছায় আমন ধান কাঁটা ও ঝাড়াই শুরু হয়েছে। উঁচু ক্ষেতের ধান কাটা চলছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরের ক্ষেতের ধান কাঁটতে আরো ১০/১৫ দিন দেরি হতে পারে। কারণ এসব ক্ষেত্রের ধান এখনো পাঁকা শুরু হয়নি। আবহাওয়া জনিত ও মাটির জো’র কারণে উপকূল অঞ্চলের ফসলের আবাদ কিছুটা দেরিতে শুরু হয়। এ জন্য সব মৌসুম এ অঞ্চলে দেরিতে শুরু হয়। এবার আমন মৌসুমে সর্বোচ্চ দামে নতুন ধান বিক্রি হচ্ছে। নতুন আমন ধান মন প্রতি ৭শ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পেয়ে ধান চাষীরা খুশি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫ হাজার ২৫০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এরমধ্যে উফশি ১৪ হাজার ৪৫০ হেক্টর ও স্থানীয় জাত ১ হাজার ২শ হেক্টর। উঁচু ক্ষেত্রের ধান পুরাদমে কাঁটা চলছে। এখন পর্যন্ত প্রায় ২৫শত হেক্টর জমির ধান কাঁটা হয়েছে। ধান পুষ্ট ও ফলন ভাল হয়েছে। হেক্টর প্রতি ফলন ৫ মেট্রিকটন, বিঘায় প্রায় ১৭ মন ফলন হয়েছে। এ বছর আবহাওয়া ভাল থাকায় ধান শুকিয়ে চাষীরা গুদাম জাত শুরু করেছে। এর ফলে বাজারের তুলনা মূলক ভাবে কম ধান উঠছে। বাজারে চাহিদা থাকায় ধানের দাম বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, স্বল্প পরিমাণে কিটনাশক, অল্প সেচ ও বাড়তি যতœ ছাড়ায় আমন ধান উৎপাদন করা সম্ভব। এ জন্য আমন আবাদে কৃষকরা বেশি আগ্রহী হয়ে থাকে। এ বছর বৃষ্টির পরিমাণ বেশি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ উপজেলায় আমন ধানের ফলন ভাল হয়েছে।