বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
পাইকগাছায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২৭১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৭৯৫ শিশুকে (১ লক্ষ আই ইউ) নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২১ হাজার ৬৮০ শিশুকে (২ লক্ষ আই ইউ) লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে নিয়োজিত থাকবেন ১ হাজার ১০৮ জন কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা অবহিত করণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান মুকুল, ডাঃ মিঠুন দেবনাথ, ডাঃ আহসানারা বিনতে ময়না, ডাঃ শর্মিষ্টা সাহা, হাফেজ মাওঃ জালাল উদ্দীন, ¯প্রীং বাংলাদেশের জামাল উদ্দীন, মাকসুদা বেগম, আব্দুল খালেক গাজী, মৃন্ময় কুমার মন্ডল, হাফেজ মাওঃ মুজিবর রহমান ও শাহা আলম ঢালী।