শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » নারী ও শিশু » পাইকগাছায় ৫ জয়িতাকে সংবর্ধনা
পাইকগাছায় ৫ জয়িতাকে সংবর্ধনা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ৫ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ও এ্যাডঃ শেখ লোকমান হোসেন। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন, অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, প্রভাষক ময়নুল ইসলাম, গোলাম সরোয়ার, সিরাজ উদ্দীন ও জেবুন্নেছা খাতুন। অনুষ্ঠানে “সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরীতে ফজিলাতুন্নেছা, “নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী” ক্যাটাগরীতে শাহানারা বেগম, “সফল জননী নারী” ক্যাটাগরীতে জহুরা বেগম, “ শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরীতে ইতু রানী বিশ্বাসকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।