মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » নারী ও শিশু » প্রতিভাবান শিশু তানহা’র ২য় জন্মবার্ষিকী
প্রতিভাবান শিশু তানহা’র ২য় জন্মবার্ষিকী
এস ডব্লিউ নিউজ ॥
বুধবার পাইকগাছার অসাধারণ প্রতিভাময় শিশু আলভীনা তানহা’র দ্বিতীয় জন্মবার্ষিকী। আর এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় পৌর সদরস্থ বাসভবনে আয়োজন করা হয়েছে কেক কাটা সহ নানা আয়োজন। শুভ জন্মবার্ষিকীতে তানহা সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থী। শিশু আলভীনা পাইকগাছা পৌর সদরের রয়্যাল ফিস ট্রেডিং এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়া রিপনের ছোট মেয়ে। মা আফরোজা পারভীন শিল্পী একজন সফল গৃহিনী। তানহা’র বড় বোন আরিয়ানা তামান্না’র রয়েছে অসাধারণ প্রতিভা। সে মেধাবী একজন শিক্ষার্থী। উল্লেখ্য, শিশু আলভীনা’র যখন দেড় বছর বয়স, তখন থেকে সে ট্যুইটারে শিশুতোষ গেম্স খেলে অসাধারণ প্রতিভা’র পরিচয় দেয়। এক বছর বয়স থেকেই তানহা মোবাইল ব্যবহার করতে সক্ষম হয়। বর্তমানে সে সকালে ঘুম থেকে উঠেই বাবার মোবাইল অথবা ট্যাব নিয়ে সারাদিন কমবেশী শিশুতোষ গেম্স খেলে। তার পিতা-মাতা অনেক সময় বিরক্ত হয়ে নেট কানেকশন বন্ধ করে দিলেও সে নিজেই নেট কানেকশন দিয়ে ইউ’টিউব এর মাধ্যমে গেম্স খেলতে শুরু করে। তার পছন্দের গেম্স গুলো হলো রেইন রেইন, পাপা ফিঙ্গার, জনি জনি আর গানের মধ্যে পছন্দ হলো বাবুই গান, টুং টাং পিয়ানো।