রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা; সার্বজনীন নেতা হিসাবে হারুনুর রশিদের আনারস প্রতীকে ভোট দিতে ঐক্যমত পোষন
পাইকগাছায় বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা; সার্বজনীন নেতা হিসাবে হারুনুর রশিদের আনারস প্রতীকে ভোট দিতে ঐক্যমত পোষন
এস ডব্লিউ নিউজ ॥
আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তরা বলেছেন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদ একজন সার্বজনীন নেতা। তিনি নির্দিষ্ট একটি দলের পরিচয় বহন করলেও তার দীর্ঘ রাজনৈতিক জীবন অত্যান্ত সমৃদ্ধ। অর্ধশত বছররেও অধিক সময় তিনি সহযোগী সংগঠন থেকে শুরু করে আওয়ামীলীগের নেতৃত্ব দিয়ে আসছেন। জনপ্রতিনিধি হিসাবে এলাকার উন্নয়নে রয়েছে তার অসামান্য অবদান। এজন্য আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সার্বজনীন নেতা ও যোগ্য প্রার্থী হিসাবে দলমত নির্বিশেষে শেখ হারুনুর রশিদের আনারস প্রতীকে ভোট দিতে বক্তরা ঐক্যমত পোষন করেন। রোববার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি এফএম মাকসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড. নিমাই চন্দ্র রায়, এ্যাড. নব কুমার চক্রবর্তী, জোবায়ের আহমেদ খান, জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, ডুমুরিয়ার গুটুডিদয়া ইউপি চেয়ারম্যান ও প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার, রতন কুমার ভদ্র, আব্দুর রাজ্জাক মলঙ্গী, আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, দিবাকার বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন মন্ডল, এসএম এনামুল হক, মজিদ গোলদার, রঘুনাথ রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, মোঃ সুজাউদ্দীন, আব্দুল মান্নান গাজী, আবুল বাশার বাবুল সরদার, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন, ১০ ইউপি ও পৌরসভার সকল কাউন্সিলর, ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দ।