রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজনৈতিক দলের অধিনে কিভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায় প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন -ডেপুটি স্পিকার
রাজনৈতিক দলের অধিনে কিভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায় প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন -ডেপুটি স্পিকার
এস আলম তুহিন, মাগুরা ॥
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, একটি রাজনৈতিক দলের অধিনে কিভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, নারায়ণগঞ্জ সিটি করপরেশনে নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনও এমন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ একটি সুন্দর, দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন চায়। নির্বাচন কমিশনকে গঠন করার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির যে পদক্ষেপ, সে পদক্ষেপের আমরা শুভকামনা করছি।
তিনি গতকাল রবিবার দুপুরে সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব, মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, হাজী গোলাম মওলা,বাসুদেব কু-ু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কু-ু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম আছাদুজ্জামানের জীবনী গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।
স্মরণসভায় ডেপুটি স্পিকার আরো বলেন, সংসদে সংবিধান ও রুলস্ অব প্রসেডিউর এর বাইরে যে কথা বলা যায় না,এটি সকল সংসদ সদসকে শিখিয়েছিলেন মরহুম আছাদুজ্জামান। তিনি শুধু মাগুরা জেলার সৃজনশীল সংসদ সদস্যই ছিলেন না, তিনি ছিলেন সারা বাংলাদেশর সাংসদের প-িত। সংসদে বক্তব্য দেয়া তিনি সকল সদস্যকে হাতে কলমে শিখিয়েছিলেন।