বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত
পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সিজেএফবি’র উদ্যোগে প্রেসক্লাব পাইকগাছার আয়োজনে মোনাজাতউদ্দিনের স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের উপস্থাপনায় বক্তৃতা করেন, আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ-সভাপতি নলীনি কান্ত সানা, সাংবাদিক ময়নুল ইসলাম, মিজানুর রহমান মিজান, গাজী মোঃ আব্দুল আলীম, শ্যাম সুন্দর ভদ্র, আফরা নাজনীল, মৃত্যুঞ্জয় সরদার, মধুসুদন মন্ডল, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, দেবব্রত রায়, মোঃ ওলিয়ার রহমান, প্রদীপ মন্ডল, বিধান বাইন, দিপক মন্ডল, আছাদ গাজী প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ, নির্ভিক, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী সাংবাদিকের নাম মোনাজাতউদ্দিন। তিনি শুধু গ্রামের সাংবাদিক নয়, সকলের স্তরের সাংবাদিকদের শেখার রয়েছে তার কাছ থেকে। গ্রাম সাংবাদিকতায় তার আদর্শ সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর এই দিনে ফেরীর ছাঁদ থেকে পানিতে পড়ে তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।