রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় সুখী নীলগঞ্জ প্রকল্পের খামারে বিষ প্রয়োগ
মাগুরায় সুখী নীলগঞ্জ প্রকল্পের খামারে বিষ প্রয়োগ
মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে সুখী নীলগঞ্জ প্রকল্পে একটি মাছের খামারে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।এতে ২’শ ঘর্গফুট আয়তনের এ খামারের প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।রাতের আধারে অঞ্জাত দুর্বৃত্তরা এই বিষ প্রয়োগ করেছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে,মৃত অনেক মাছই খামারে ভেসে উঠেছে।এছাড়া খামারটির পানি বিষক্রিয়ায় বিনষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।খামারের ব্যবস্থাপক জানান,এখানে প্রায় ৩-৪ লক্ষাধিক টাকার মাছ ছিল।শুক্রবার ভোর রাতে খামারে অঞ্জাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে।দুপুর ১২টার পরপরই কিছু মাছ ভেসে উঠে।পরবর্তীতে জেলে দিয়ে জাল টেনে অনেক মৃত মাছ পাওয়া গেছে।এছাড়া বড় সাইজের মাছগুলো মরে পানির নিচে চলে যাওয়ায় এগুলো উদ্ধার করা যাচ্ছে না।
ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হয়,পুলিশ এসে ঘটনা তদন্ত করে।এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়।