রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রীপুর উপজেলার ২ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা
শ্রীপুর উপজেলার ২ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার ২ ইউনিয়ককে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে শনিবার বিকাল ও সন্ধ্যায় উপজেলার সব্দালপুর ও দ্বারিয়াপুর ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষে দুই ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দে শর্মা, শীতেশ কুমার বিশ্বাস, এনডিসি পরিমল সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন মোল্যা ও দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন।
অনুষ্ঠানে দুই ইউনিয়নের ২০ জন ভিক্ষুকের মাঝে গরু, ছাগল ও হাস-মুরগি প্রদান করা হয়।