সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু
মাগুরায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু
মাগুরা প্রতিনিধি :
মাগুরা কালেক্টরেট মাঠে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের নামানী মায়দান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি কামরুল লাইলা জলি। জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কু-ু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, পৌরসভার প্যানেল মেয়র মোকবুল হোসেন মাকুলসহ অন্যান্যরা।
মেলায় ৫৭ টি স্টলে সরকারের আন্তর্জাতিক সাফল্য, রুপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্র অর্জনে সরকারের সাফল্য এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে ধারণা প্রদান ও জেলার বিভিন্ন বিভাগের উন্নয়ন তুলে ধারা হচ্ছে। আগামী ১১ জানুয়ারী মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।