বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় অসময়ের কাঁঠাল দেখতে উৎসুক মানুষের ভীড়
পাইকগাছায় অসময়ের কাঁঠাল দেখতে উৎসুক মানুষের ভীড়
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির পুকুর ধারের গাছে অসময়ে কাঁঠাল ধরেছে। কাঁঠাল গুলো অনেক বড় হওয়ায় এলাকার লোকজন প্রতিদিন দেখতে ভীড় জমায় রফিকুলের বাড়ীতে। উল্লেখ্য, কাঁঠাল একটি পুষ্টিকর ফল। যা পাওয়া যায় মধু মাসে, অর্থাৎ জৈষ্ট-আষাঢ় মাসে। এছাড়া সচারচার অন্য যে কোন সময়ে কাঁঠাল দেখা যায় না। এদিকে উপজেলার গদাইপুর গ্রামের ওহাব আলী গাজীর ছেলে রফিকুল ইসলামের পুকুর ধারে লাগানো একটি গাছে ভরা মৌসুমের ন্যায় কয়েকটি কাঁঠাল ধরেছে। রফিকুলের মা মোমেনা বেগম জানান, বর্তমানে কাঁঠাল গুলো প্রায় খাওয়ার উপযোগী হয়েছে। প্রত্যেকটি কাঁঠালের ওজন প্রায় ২০ কেজির কম নয় বলে তিনি জানান। এদিকে প্রতিদিন অসংখ্য লোক অসময়ের কাঁঠাল দেখতে রফিকুলের বাড়ীতে আসেন এবং কাঁঠাল গুলো ঢেকে ও পাহারা দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে বলে পিতা ওহাব আলী জানান।