বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় যুব সংহতি ও ছাত্র সমাজের সম্মেলনের প্রস্তুতি
পাইকগাছায় যুব সংহতি ও ছাত্র সমাজের সম্মেলনের প্রস্তুতি
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চলছে। আগামী ১৪ জানুয়ারির সম্মেলনকে ঘীরে চলছে নানা আয়োজন। সম্মেলনকে ঘিরে পদ-পদবী প্রত্যাশি নেতাকর্মীরা শুরু করেছেন দৌড়-ঝাপ। অনেকেই আগেভাগেই যোগাযোগ করছেন তৃণমুল নেতাকর্মীদের সাথে। অনেকেই আবার স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে চলেছেন। উল্লেখ্য, প্রায় ১০ বছর পর আগামী ১৪ জানুয়ারি জাতীয় যুব সংহতি উপজেলা ও পৌর শাখা এবং জাতীয় ছাত্র সমাজের উপজেলা ও পৌর শাখার সম্মেলন আহ্বান করা হয়েছে। বর্তমান যুব সংহতির উপজেলা শাখার সভাপতি হচ্ছেন সরদার আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ, পৌর সভাপতি তৌহিদুজ্জামান লেলিন, সাধারণ সম্পাদক আবু সাঈদ। এবারের সম্মেলনে যুব সংহতির উপজেলা সভাপতির পদে শেখ আব্দুল আজিজের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে ৩ জনের নাম শোনা যাচ্ছে এরা হলেন, রায়হান জিতু, মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহিম। পৌর সভাপতির প্রত্যাশি হচ্ছেন তৌহিদুজ্জামান লেলিন, বাপ্পি ও মাসুদুর রহমান। সাধারণ সম্পাদকের পদে রয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ ও ডাঃ ওলিয়ার রহমান। ছাত্র সমাজের বর্তমান উপজেলা সভাপতি হচ্ছেন তন্ময় রায় ও সাধারণ সম্পাদক ডাবলু হোসেন। সভাপতি পদে তন্ময় রায় ও রাব্বু ইসলাম দিপুর নাম শোনা যাচ্ছে। এ ব্যাপারে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ আব্দুল আজিজ জানান, ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। এক পদে একাধিক প্রার্থী থাকলে নির্বাচনের মাধ্যমে তা সমাধান করা হবে বলে তিনি জানিয়েছেন।