মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা সদর উপজেলায় রিড প্রকল্পের রিডিং ক্যাম্প ও বিদ্যালয় ভিত্তিক কার্যক্রম উদ্ধোধন
মাগুরা সদর উপজেলায় রিড প্রকল্পের রিডিং ক্যাম্প ও বিদ্যালয় ভিত্তিক কার্যক্রম উদ্ধোধন
মাগুরা প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষা স্তরের প্রারম্ভিক পর্যায়ে (প্রথম থেকে তৃতীয় শ্রেণি) পড়ার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর একটি যৌথ প্রকল্প হলো রিড । ইউএইড এর আর্থিক ও সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশন মাগুরা জেলায় রিড প্রকল্প বা¯তবায়িত করছে। মাগুরা সদর-৬০টি, মোহাম্মদপুর-৭০টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম-৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ, শ্রেণি কক্ষে আকর্ষনীয় পাঠ পরিবেশ তৈরি এবং কমিউনিটি পর্যায়ে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় এর পাশাপাশি পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য রিডিং ক্যাম্প, শিখন যাচাই সহ রিড প্রজেক্টের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করছে জাগরণী চক্র ফাউন্ডেশন।
সোমবার রিড প্রকল্পের রিডং ক্যাম্প সহ বিদ্যালয় ভিত্তিক কার্যক্রম প্রধান অতিথি হিসাবে উদ্ধোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:আশরাফুল আলম, উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর মো: অপূর্ব লাল ভট্টাচার্য্য, রিড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: ইকবাল হোসাইন, সিভ দ্য সিল্ড্রেন এর প্রোগ্রাম অফিসার জনাব কোহিনুর খাতুন , আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার মো: আমিনুল ইসলাম পলাশ, সিনিয়র টেকনিক্যাল অফিসার মো: ওমর ফারুক (জুয়েল), টেকনিক্যাল অফিসার মো:শাহীন মৃধা, টেকনিক্যাল অফিসার হিমাদ্রি প্রসাদ মিস্ত্রী, টেকনিক্যাল অফিসার মো: মশিউর রহমান। ক্লাসরুম এ্যাসিন্টেট শিউলি মন্ডল ও আলাউর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রিডপ্রকল্পের টেকনিক্যাল অফিসার মো: শাহীন মৃধা।