শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » ডুমুরিয়ায় দলিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
ডুমুরিয়ায় দলিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি ঃ
ডুমুরিয়ায় দলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মানব উন্নয়ন সংস্থা ধ্রুব’র উদ্যোগে শুক্রবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সংস্থার নির্বাহী প্রধান মি. উত্তম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত উপজেলা শিক্ষা অফিসার জি,এম আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্যদেন ইউ,এস,এ স্পিক আপ ডিরেক্টর মি: ট্রয় এন্ডারসন ও সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল। প্রধান অতিথি তার বক্তব্যে দলিত জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, তাদের সামাজিক মান উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট। দলিত জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে শিক্ষার ভূমিকা অপরিসীম। তিনি বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে ছাত্রীদের সাহসী ভূমিকা পালনের আহবান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে দলিত শিক্ষার্থীদের লেখাপড়া সহ অন্যান যে কোন সুযোগ সুবিধার জন্য সরকারের চেষ্টার পাশাপাশি তার প্রচেষ্টা আছে এবং থাকবে বলে উল্লেখ করেন। সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন সংস্থার লিগ্যাল এডভাইজার এ্যাড. অর্পনা রায়, প্রকল্প ম্যানেজার মি. পিটার সেন, শিক্ষা সমন্বয়কারী মুক্তি দাস, মিস কাকলী বৈদ্য, সুপার ভাইজার মিসেস সোমা আইচ, মাসুম বিল্লাহ, প্রকল্প পরিচালক রেখা মারিয়া বৈরাগী প্রমূখ। অনুষ্ঠান শেষে সুবিধা বঞ্চিত দলিত সম্প্রদায়ের নবম শ্রেণিতে পড়ুয়া ২০১ জন ছাত্রীকে সংস্থার পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও টিউশন ফিস প্রদান করা হয়। শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।