রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » আশাশুনির বুধহাটায় সরকারী গাছ কর্তনের অভিযোগ
আশাশুনির বুধহাটায় সরকারী গাছ কর্তনের অভিযোগ
মোঃ নুর আলম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটায় সরকারী নিয়ম নিতিকে তোয়াক্কা না করে সরকারী সম্পত্তির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ভূমি অফিসের অভিযোগ সূত্রে সরেজমিন গিয়ে দেখা গেছে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর মৌজার ১নং খতিয়ানের জেএল ৫৬ ও ৩৫৬ দাগের সরকারী সম্পত্তির দুইটা শিরিজচক্টা (শিশু গাছ) সরকারী নিয়ম না মেনে অবৈধ্য ভাবে শ্বেতপুর গ্রামের মৃত শিবপদ মন্ডলের পুত্র বলরাম মন্ডল, হাজারী মন্ডল ও একই এলাকার দূর্গাপদ মন্ডলের পুত্র বোকন মন্ডল গাছ কর্তন করে। যার আনুমানিক মূল্য খবর পেয়ে বুধহাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আঃ বারী ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তনের নিষেধাঙ্গা জারি করেন। এবিষয়ে বুধহাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আঃ বারী জানান সরকারী সম্পত্তির বৃক্ষ সরকারের। অনুমতি ছাড়া কর্তন করা সম্পূর্ন বেআইনি। তিনি আরও বলেন সেখানে সরকারের খাস সম্পত্তি ও কিছু বৃক্ষ লাগানো আছে যা কাউকে ডিসিআর দেওয়া হইনি। গাছ কর্তনের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে গাছ অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান ঐ সরকারী জমির গাছ আমাদের লাগানো তাই কেটেছি। নিয়ম নিতি না মেনে সরকারী গাছ কর্তনে এলাকার সর্ব সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।