বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে দু’দিন ব্যাপী প্রতিবন্ধিদের ফিজিও থেরাপি দান ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন
আশাশুনিতে দু’দিন ব্যাপী প্রতিবন্ধিদের ফিজিও থেরাপি দান ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন
আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে দু’দিন ব্যাপী প্রতিবন্ধিদের ফিজিও থেরাপি দান ও বাসায় থেরাপি দেয়া প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। বুধবার আশাশুনি এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে প্রশিক্ষণ ও তেরাপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজ সেবা অধিদপ্তর ও বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থেরাপি উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিষ সরকার, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তুলশি কুমার পাল, উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা জাতীয় সাংবাদিক সোসাইটির আহবায়ক এসএম আহসান হাবিব, সোপানের পরিচালক সেকেন্দার আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। থেরাপি দানে ও প্রশিক্ষণে সার্বিক সহযোগীতা করেন, বুদ্ধিপ্রতিবন্ধি স্কুলের শিক্ষক সপ্না পারভীন, নিলিমা হাসেম, কাকুলি বালা, আইরিন পারভিন, রোজিনা বেগম, জগদিশ মন্ডল সহ স্কুলের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য দু’দিনে ১শ ৮৯জন প্রতিবন্ধি ও বুদ্ধিপ্রতিবন্ধি শিশু সহ বড়দের ফিজিও থেরাপি দান করা হয়।