বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় এসএসসি পরীক্ষায় ১ম দিন অনুপস্থিত ৪২
পাইকগাছায় এসএসসি পরীক্ষায় ১ম দিন অনুপস্থিত ৪২
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ৩ হাজার ৪৯২ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৩ হাজার ৪৫০। অনুপস্থিত ছিল ৪২ পরীক্ষার্থী। কেন্দ্র সচিব আব্দুল গফফার জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১, অজিত কুমার সরকার জানান, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২, হরেকৃষ্ণ দাশ জানান, কপিলমুনি সহচারী বিদ্যামন্দির কেন্দ্রে ৩৩৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১, রহিমা আক্তার শম্পা জানান, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২১০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত নেই, গোপাল চন্দ্র ঘোষ জানান রাড়–লী আরকেবিকে কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৫৮৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত নেই, মধুসুদন মন্ডল জানান গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট কেন্দ্রে ৬৬৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১, গোপাল চন্দ্র মন্ডল জানান চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২, মাওঃ দেলওয়ার হোসেন জানান পাইকগাছা আলিম মাদরাসা কেন্দ্রে ১৬২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯, মাওঃ সাইফুল্লাহ জানান হাবীবনগর সিনিয়র মাদরাসা কেন্দ্রে ১৮৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৫ ও আনিসুর রহমান জানান কেডি সাহাপাড়া ভোকেশনাল কেন্দ্রে ৯৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন প্রার্থী। এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান জানিয়েছেন।