শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » শ্যামনগরের ঐশ্বির্য্য জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল ও দেশাত্ববোধক গানে জেলায় ২য়
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » শ্যামনগরের ঐশ্বির্য্য জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল ও দেশাত্ববোধক গানে জেলায় ২য়
৫১০ বার পঠিত
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরের ঐশ্বির্য্য জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল ও দেশাত্ববোধক গানে জেলায় ২য়

---

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ঐশ্বির্য্য কর্মকার দেশাত্ববোধক ও নজরুল সঙ্গিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ক বিভাগে জেলা পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে। গত ৩১ জানুয়ারী জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে এ দুটি বিষয়ে ১ম স্থান অধিকার করে। ঐশ্বির্য্য কর্মকার নকিপুর গ্রামের তরুণ কুমার কর্মকার ও অর্পণা কর্মকারের একমাত্র সন্তান। সে তার জ্যাঠিমা নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী ও তার মাতা পিতার প্রচেষ্টায় ছোট বেলা থেকে সঙ্গিত ,নৃত্য,খেলা ধুলা ও পড়া লেখায় ভাল ফলাফল করে আসছে। তার পিতাও একজন সঙ্গিত ও আর্ট শিল্পী ও মাতা চাকুরীজীবি। গত ২৪ জানুয়ারী শ্যামনগর আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় সঙ্গিত প্রতিযোগিতায় ঐশি^র্য্য কর্মকার ১ম স্থান অধিকার করে।   এছাড়া স্কুল , উপজেলা ও জেলা পর্যায়ে সঙ্গিত ও নৃত্য প্রতিযোগিতায় একাধিক পুরস্কার লাভ করেছে।জেলা ও উপজেলা পর্যায়ে তার এ পুরস্কার প্রাপ্তিতে তার স্কুলের শিক্ষকবৃন্দ ,শিক্ষার্থীবৃন্দ,নকশীকাঁথা পরিবার সহ অন্যান্যরা অভিনন্দন জ্ঞাপন করেছেন। সে ৫ম শ্রেণিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায়। ঐশি^র্য্য কর্মকার ভবিষ্যতে সঙ্গিতে উচ্চ শিক্ষা গ্রহণের আশাবাদ ব্যক্ত করে সকলের আর্শিবাদ কামনা করেন।





আর্কাইভ