রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির বুধহাটায় এবিসি কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত
আশাশুনির বুধহাটায় এবিসি কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত
মোঃ নুর আলম,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা ভিন্নধর্মী এক মাত্র শিশু শিক্ষা প্রতিষ্ঠান এবিসি কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বুধহাটা এবিসি কেজি স্কুল মাঠ চত্বরে বিভিন্ন ইভেন্টে দিনভর কোমলমতি শিশুদের দৌড়, ব্যাঙলাফ, লাফদড়ি, গনিতে মেধা যাচাই, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ নিক্ষেপ, ধাঁধা প্রতিযোগীতার আয়োজন করা হয়। সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগীতার উদ্ভোধন করেন আশাশুনি সরকারী কলেজের প্রভাষক মোঃ মহাসীন আলী। উপজেলা ভাইচ চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি ও প্রতিষ্ঠানের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, বেউলা ওসমানিয়া বিপিএনকে মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক, ডাঃ শাহিন আলম প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর পরিচালনায় হাফেজ আছাফুর রহমান, শিক্ষক নিতাই কর্মকার, লিয়াকত আলী, ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, (অবঃ) প্রধান শিক্ষক আকরাম হোসেন, আমিনুর রহমান, এস এম সালাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় স্কুলের সকল শিক্ষক মন্ডলি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।