বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির খানকায়ে আজিজীয়ায় ওরশ শুরু
আশাশুনির খানকায়ে আজিজীয়ায় ওরশ শুরু
মোঃ নুর আলম,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ২ দিনের ওরশ শরীফ আজ বুধবার শুরু হচ্ছে। ওরশ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকশাবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়ায় প্রতিবছরের ন্যায় এবারও হযরত গাওছুল আজম নকশাবন্দী মোজাদ্দেদী দেহলবি (রহঃ) এর ৯৪ তম ওরশ শরীফ এবং গওছুল আজম নকশাবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আয়োজিত ওরশে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দিল্লী হুজুর খ্যাত হযরত আলহাজ্ব মাওঃ আবু নছর আনাছ ফারুকী। ওরশে চাট্রগাম, রাজশাহী, রংপুর, সিলেট, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা এবং ভারত থেকে বহু ভক্ত, আশেকান,ও মুরীদান ওরশে হাজির হয়েছেন। আজ রাতে মূল আলোচনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আখেরী মোনাজাত ও তাবারক বিতরণের মধ্য দিয়ে ওরশ শেষ হবে। তবে মাসব্যাপী ওরশের রেশ বজায় থাকবে। আইন শৃংখলা রক্ষায় ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ওরশ কমিটির পক্ষ থেকে সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।