বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে অটিজম যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে কর্মশালায়
আশাশুনিতে অটিজম যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে কর্মশালায়
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে অটিজম ও ¯œায়ু বিকাশ জনিত সমস্যা কবলিত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হকের উপস্থাপনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম বলেছেন, যুবরাই আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা যুবকদের বিভিন্নভাবে সহযোগীতা করে কর্মীর হাতে পরিনত করতে হবে। তাদেরকে কোনভাবে অবহেলা করা যাবে না। ঝরে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের একিভূত করে প্রশিক্ষণের মাধ্যমে আতœ কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের সকলের দায়িত্ব। প্রধান অতিথি অটিজমের বাচ্চাদের কর্মঠ ব্যক্তিতে রুপান্তরিত করতে তার অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক আব্দুল কাদের, ডাঃ খায়রুল ইসলাম প্রমুখ।