বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কুল্যা-দরগাহপুর সড়কে দফায় দফায় সড়ক দূর্ঘটনা, শিশুসহ আহত প্রায় অর্ধশতাধিক
কুল্যা-দরগাহপুর সড়কে দফায় দফায় সড়ক দূর্ঘটনা, শিশুসহ আহত প্রায় অর্ধশতাধিক
মোঃ নুর আলম,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা- দরগাহপুর সড়কের বিভিন্ন স্থানে বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সড়ক দূর্ঘটনায় ৫ জন শিশুসহ প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তথ্যানুসন্ধানে জানাগেছে, গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ৯৪ তম ওরশে যাওয়ার পথে বুধবার রাতে কুল্যা- দরগাহপুর সড়কের কচুয়া ঘোষপাড়া মোড়ে নছিমন উল্টে ৩ জন শিশুসহ মোট ১৪ জন, ধাপুয়া ব্রীজের নিকট নসিমন উল্টে ১জন শিশুসহ মোট ১২ জন, বাহাদুরপুর কালভার্টের কাছে নসিমন উল্টে মোট ১৩ জন, কাদাকাটি স্কুলবাজার এলাকায় ট্রাক চাপায় ১ শিশুসহ কুল্যা-দরগাহপুর সড়কের বিভিন্ন জায়গায় প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। এদের কয়েকজনকে গুরতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে বিভিন্ন গ্রাম্য ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয়েছে। আহত যাত্রীদের বাড়ি হরিহরনগর, মুড়াগাছা, দরগাহপুর, শ্রীধরপুর কাদাকাটি ও কচুয়ায় বলে জানাগেছে। এসব সড়ক দূর্ঘটনার জন্য চালকদের বেপোরোয়া গাড়ি চালানো, সড়কে বিভিন্ন অবৈধ যানচলাচলের প্রভাব বিস্তার ও রাস্তার বিভিন্ন জায়গায় পিচ পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়াকে দায়ী করেছেন সচেতন মহল।